কে এম, রাশেদ কামাল, মাদারীপুর প্রতিনিধিঃ
আগামী ২৭ জুলাই এর মহাসমাবেশ সফল করার লক্ষে মাদারীপুরে বিএনপি-র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুলাই) বিকেল ৫টায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মাদারীপুর জেলা বিএনপি আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহগণশিক্ষাবিষয়ক সম্পাদক খোকন তালুকদার।
মাদারীপুর জেলা বিএনপির আহবাহক এ্যাডঃ জাফর আলী মিয়ার সভাপতিত্বে ও সদস্যসচিব জাহান্দার আলী জাহানের পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোঃ মিজানুর রহমান মুরাদ, বাবুল হাওলাদার, জেলা বিএনপির সদস্য ও কালকিনি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফজলুল হক বেপারী, মাদারীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মর্তুজা আলম ঢালী, জেলা বিএনপির সদস্য ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গাউছ-উর রহমান, জেলা যুবদলের সাবেক সভাপতি মোফাজ্জেল হোসেন খান মফা, বিএনপি নেতা রফিকুল ইসলাম মাতুব্বর, রাজের উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ওহাব মিয়া, বিএনপি নেতা কিচলু খান, রাসেল খান, জেলা যুবদলের আহবায়ক মোঃ ফারুক বেপারী, যুগ্ম-আহবায়ক মোঃ মামুন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শাহাদাত হোসেন হাওলাদার প্রমুখ। অন্যান্যের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আরিফ সরদার, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজান শিকদার, জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাডঃ গোলজার আহম্মেদ চিস্তী, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান চৌকিদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সেলিম মুন্সি, জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান জাকির, সদস্য সচিব কামরুল হাসানসহ অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।