মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু ও তার ছেলে ইন্টার্ন চিকিৎসক মুত্তাকি বিল্লাহ শাফিনসহ ৭ জনর বিরুদ্ধ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন সাংবাদিক মাহাবুব চাদু।
মঙ্গলবার দুপুরে মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রট-১ আদালতে হাজির হয় বাদী এ মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক তরিকুল ইসলাম পুলিশ ব্যুরা অব ইনভস্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার বাকি আসামীরা হলেন- সাবেক মেয়র মতুর ছেলে ইন্টার্ন চিকিৎসক মুত্তাকি বিল্লাহ শাফিন, মায়র হাসি ক্লিনিকের ম্যানেজার সাইফুল বাহার স্বাধীন, প্রকৌশলী তোহিদুল ইসলাম লিওন, সমিক ব্রো, শামিম হাসান সোহাগ ও মেহরাব হোসেন অপি।
মামলার এজাহারে জানা গেছে, বাদি মাহাবুব চাদু ২০ বছর যাবৎ সাংবাদিকতা পেশায় নিযুক্ত। বর্তমান তিনি মেহেরপুর জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও স্থানীয় দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকার ব্যবস্থাপণা সম্পাদক হিসাবে কর্মরত রয়ছন। ইতিপূর্ব তিনি জাতীয় দৈনিক ইত্তফাক, দৈনিক সংবাদ, প্রতিদিনর সংবাদসহ বিভিন গনমাধ্যমে সুনামের সাথে মেহেরপুরে সাংবাদিকতা করেছেন। তার প্রকাশিত সংবাদের মধ্যে অনকগুলা সংবাদ আদালত আমলে নিয়ে স্বপ্রণোদিত মামলা করেছেন এবং ভুক্তভাগীরা সুফল পেয়েছেন। বাদী মেহেরপুর প্রতিদিনের একটিমঅনুসন্ধানী কাজে গত ২৪ জুলাই সকাল ১১টা ৫৩ মিনিট থেকে দুপুর ১টা ১৬ পর্যন্ত মেহেরপুর সরকারী মা ও শিশু কল্যাণ কেন্দ্র ও জেলা পরিবার পরিকল্পনা অফিসে অনুসন্ধান মুলক কাজে নিয়োজিত ছিলন। আসামীর মোতাচ্ছিম বিল্লাহ মতুর মেয়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্র এর চিকিৎসক হিসব কর্মরত থাকাতে তিনি খবরটা জেনে ক্ষিপ্ত হন। তারপর মায়ের হাসি ক্লিনিকের মালিক হিসাবে তিনি মেহেরপুর প্রতিদিন পত্রিকার সম্পাদককে আনুমানিক ২টা ২৫ মিনিটের দিকে মোবাইলে হুমকি দিয়ে বলেন আমার মেয়েকে নিয়ে নিউজ করলে তোমাদের নামে ৫০টা চাঁদাবাজির মামলা দিব, কথোপকথন টি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পরবর্তিতে আসামী মোতাচ্ছিম বিল্লাহ মতু তার মালিকানাধীন মায়র হাসি ক্লিনিকর ম্যানজার আসামী সাইফুল বাহার স্বাধীনক দিয়ে সদর থানা অফিসার ইনচার্জ মেহেরপুর বরাবর বাদীর নামে একটি মিথ্যা চাঁদাবাজির অভিযাগ লিখে জমা দিলে প্রথমিক অনুসন্ধানে সত্যতা না পাওয়াতে থানা অভিযোগটি গ্রহণ করেন।
মামলার বাঁকে আসামিরা এরপর থেকে
সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ পত্রটিসহ বিভিন্ন মিথ্যা পোস্ট ও শেয়ার করে অপপ্রচারে সহায়তা করেছে। আসামীরা একই বিষয় একাধিকবার সোস্যাল মিডিয়ায় প্রচার কর বিভিন গ্রুপর মাধ্যম ভাইরাল করছ। আসামী মেহেরাব হোসেন অপি একটি অনিবন্ধিত নিউজ পার্টাল মেহেরপুর নিউজ ডটকম এর ফেসবুক পেজ থেকে মোতাচ্ছিম বিল্লাহ মতুর মিথ্যা অভিযোগটি লাইভ প্রকাশ কর এবং নিজ ফেসবুক আইডিতেও শেয়ার করে ভাইরাল করে। আসামীরা মিথ্যা অপপ্রচার করে নিজেদের স্বার্থ রক্ষার জন্য অনুসন্ধানী ও সুস্থধারার সাংবাদিক গোষ্ঠীর পথ রুদ্ধ করেছে বলে বাদী অভিযাগ করেন।
উল্লখ্য, সাংবাদিক মাহাবুব চান্দুর বিরুদ্ধে মিথ্যা চাঁদাবজীর অভিযাগ তোলায় গত ৩০ জুলাই মেহেরপুরের সাংবাদিক সমাজ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি মানববন্ধন করে।