বাগেরহাট প্রতিবেদকঃ
মে দিবসে বাগেরহাটে এক কিলোমিটার দীর্ঘ শোভাযাত্রা করেছে জেলা শ্রমিক লীগের নেতাকর্মীরা।
সোমবার (০১ মে) বিকেলে শহরের রেলরোড চত্বর থেকে জেলা শ্রমিক লীগের নেতৃত্বে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় রেলরোডে এসে শেষ হয়। শ্রমিক অধিকার ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ছবি সম্বলিত প্লাকার্ড নিয়ে কয়েক হাজার শ্রমিক এই র্যালীতে অংশ নেয়।
এর আগে জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টুর সভাপতিত্বে রেলরোড চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময়, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক পৌর মেয়র খান হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ তালুকদার আব্দুল বাকি, সদস্য ফিরোজুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফি জেমস, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খান আবু বকর সিদ্দিক, শ্রমিক নেতা গাজী নাসির, জুয়েলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীলা উপস্থিত ছিলেন।