মাদারীপুরে শিক্ষার্থীদের মাঝে দুই শতাধিক গাছের চারা বিতরণ
কে এম, রাশেদ কামাল,মাদারীপুর প্রতিনিধি:
বৈশ্বিক
উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য স্কুল কলেজের
শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিনামূল্যে দুই শতাধিক ফলজ, বনজ ও ভেষজ জাতের
গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ মে) সকালে মাদারীপুর সদর
উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর চিড়াইপাড়া গ্রামের আলহাজ¦ ডা. মো. সিরাজুল
হক সরদারের বাড়ির সামনে এসব গাছের চারা বিতরণ হয়। উত্তর চিড়াইপাড়া যুব
সংঘের আয়োজনে এতে সহযোগিতা করেন মাদারীপুর সামাজিক বন বিভাগ। এসব গাছের
মধ্যে ছিল আম, কাঠাল, পেয়ারা, আমলকি, হরতকি, মেহগনি ও আকাশমনি।
অত্র
সংগঠনের সভাপতি আলহাজ¦ মো: আশরাফ আলী সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক
সাংবাদিক মোহাম্মদ ইমদাদুল হক মিলনের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে উপস্থিত
ছিলেন উপদেষ্টা মর্তুজা বাবুল হাওলাদার, অব: স্কুল শিক্ষক আব্দুস ছালাম
সরদার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সরদার, ইমাম হাফেজ আফজাল হোসেন,
পাঠশালার প্রধান শিক্ষক চায়না শেখ, সহকারী শিক্ষক ইয়াসমিন আক্তার, সদস্য
শাহাদাত সরদার, ছাব্বির সরদার, রিজভী সরদার, শিক্ষক শিক্ষার্থীসহ অনেকেই।
এসময়
আশরাফ আলী সরদার বলেন, পরিবেশের ভারসাম্য ঠিক রাখার জন্য আমরা আজ
শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিনামূল্যে দুই’শ গাছের চারা বিতরণ করি। এর
আগে আমরা মাদক বিরোধী সভা, ফায়ার সার্ভিস মহড়া, উঠান বৈঠক সহ বিভিন্ন
সামাজিক কাজ করেছি। ভবিষ্যতে এই ধরণের কাজ অব্যাহত থাকবে।