মাদারীপুর
জেলা প্রতিনিধি:
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদীতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত (২৭)যুবকের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার (৬ জুন) বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকা আড়িয়াল খাঁ নদের থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার আড়িয়াল খাঁ নদীতে এক যুবকের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা লোকজনেরা।পরে স্হায়ীরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, আমরা খবর পেয়ে মরদেহটি উদ্ধার করেছি।নিহতের নাম পরিচয় এখনো সনাক্ত করা যায়নি।এখনো কিছু বলা যাচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরে বাকিটা বলা যাবে।