Breaking News
কুয়াকাটায় দুই দিন ব্যাপী এসইপি সুপণ্য মেলা ২০২৩ অনুষ্ঠিত হচ্ছে

কুয়াকাটায় দুই দিন ব্যাপী এসইপি সুপণ্য মেলা ২০২৩ অনুষ্ঠিত হচ্ছে

জাহিদুল ইসলাম জাহিদ, কুয়াকাটা প্রতিনিধি:

পটুয়াখালী কুয়াকাটায় বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের পরিবেশবান্ধব উপায়ে নিরাপত্তা শুটকি, উৎপাদনকারীর উদ্যোক্তা তৈরি ও প্রসারে, দুই দিনব্যাপী কুয়াকাটা অনুষ্ঠিত হচ্ছে এসইপি সু-পণ্য মেলা ২০২৩ ।

শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১০ ঘটিকায়, প্রধান অতিথি, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন পায়রা উড়িয়ে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।


সংগ্রাম এনজিও, সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রকল্প এসইপি'র উদ্যোগে, কুয়াকাটা সমুদ্র সৈকতে। এসইপি শুটকি প্রকল্পের উদ্যোগক্তদের নিয়ে এসইপি সুপণ্য মেলা ২০২৩, আয়োজন করা হয়েছে।

এ সময় সংগ্রাম এনজিওর প্রতিষ্ঠাতা মো. মাসুমের সভাপতিত্বে, বিশেষ অতিথি মোঃ আনোয়ার হাওলাদার মেয়র কুয়াকাটা পৌরসভা। অনুষ্ঠানের সম্মানিত অতিথি, মোহাম্মদ নাসির উদ্দিন বিপ্লব, সভাপতি কুয়াকাটা প্রেসক্লাব। রুমান ইমতিয়াজ তুষার, সভাপতি টুর অপারেটর অ্যাসোসিয়েশন টোয়াক। মোহাম্মদ আনোয়ার হোসেন আনু, সভাপতি, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরাম। মোঃ সোহেল মাহমুদ, সাধারণ সম্পাদক কুয়াকাটা শুটকি মার্কেট। আরো উপস্থিত ছিলেন, ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি। ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন, কুটুমের সভাপতি। কুয়াকাটা শুভ সংঘ ক্লাবের সভাপতি, কুয়াকাটা ফটোগ্রাফার সমিতির সভাপতি সহ সংবাদ কর্মীরা অনুষ্ঠান উপস্থিত ছিলেন, এ সময় এক আলোচনা সবার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আগত প্রধান অতিথি ও বিশেষ অতিথি সহ সকলে মিলে, মেলায় বসা শুটকির দোকানগুলো পরিদর্শন করে, এবং প্রধান অতিথি নিজেই মেলা থেকে নিরাপদ বিষমুক্ত শুটকি বাসার জন্য ক্রয় করে। মেলায় আগত পর্যটকরাও পরিবারের জন্য মেলা থেকে শুটকি সংগ্রহ করতে দেখা গিয়েছে।

বক্তব্যে অতিথিরা বলছেন, কুয়াকাটাকে বিশ্বের দরবারে তুলে ধরতে বেশি বেশি প্রচার ও আমাদের ভালো প্রোডাক্টগুলো তুলে ধরতে হবে। তাছাড়া শুটকি আমাদের কুয়াকাটার একমাত্র পণ্য, যেটা আমরা নিজেরা তৈরি করি। এই আমাদের নিজস্ব তৈরি শুটকি নিজ স্থানের চাহিদা মিটিয়ে, দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয়, তাই আমাদের এই সম্পদ পর্যটকদের মাঝে তুলে ধরতে পাড়া আমাদের বড় গুণ। এবং এমন মেলা কুয়াকাটা আয়োজন করার জন্য, আয়োজককারীকে ধন্যবাদ জানায়।

অনুষ্ঠানটি চলবে (১৪ ই অক্টোবর )শনিবার পর্যন্ত।