Breaking News
কুয়াকাটা টুরিস্ট পুলিশের হাতে ধরা পরলো তিন পেশাদারী চোর

কুয়াকাটা টুরিস্ট পুলিশের হাতে ধরা পরলো তিন পেশাদারী চোর

জাহিদুল ইসলাম জাহিদ, কুয়াকাটা  প্রতিনিধি:

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অভিযানে চোরাই ব্যাগ ও টাকা উদ্ধারসহ ০৩ (তিন) জন পেশাদার চোর গ্রেফতার করেছে।


 ২ জুলাই ২০২৩, কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে ১:৩০ মিনিটে আসামি, ফরিদপুর জেলার, ভাংগা থানার, চুমুরদি গ্রামের, মৃত্যু জয়নাল আবদিনের ছেলে মোঃ ইসমাইল হোসেন (৪১) মুন্সিগঞ্জ জেলার, সিরাজদি খান থানার, ঘনশ্যামপুর গ্রামের, মৃত্যু বুদাই মোড়ল এর ছেলে মোঃ নুর ইসলাম মাঝি (৫৯) বরিশাল জেলার, গৌরনদী থানার, মিয়া চর চৌকিদার বাড়ি গ্রামের, মৃত্যুর আব্দুর রশিদ চৌকিদারের ছেলে মোঃ রাকিব (৩৮) এই তিনজনকে আটক করা হয়।


পুলিশ সূত্রে জানাতে পারি, তারা কুয়াকাটার বাইরে থেকে এসে এই প্রথম সমুদ্র সৈকাতে অভিযান শুরু করে, তবে কুয়াকাটা টুরিস্ট পুলিশ কঠোর নজরদারিতে হাতেনাতে ধরা পড়ে। এই চোর চক্র একটি টিম গঠন করে বাংলাদেশের বিভিন্ন স্থানে এই কার্যক্রম করে আসছেন বলে জানা যায়। 


এই আসামির বিরুদ্ধে পটুয়াখালী জেলার গলাচিপা থানার পাতাবুনিয়া গ্রামের মোহাম্মদ বাবুল হাওলাদার এর ছেলে পর্যটক মোঃ ইনামুল হক (১৮) কঠোর বিচার চেয়ে বাদী হয়ে, মহিপুর থানায় ( ৩ জুলাই ২০২৩) ৩৭৯/ ৪১১, ধারায় পেনাল কোড রুজু হয়, মামলাটি টুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন তদন্ত করছে।


৩ জুলাই ২০২৩, কুয়াকাটা টুরিস্ট পুলিশ কার্যালয় সকাল ১১ ঘটিকায় প্রেস বিজ্ঞপ্তিতে, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন,গত ০২/০৭/২০২৩খ্রিঃ গলাচিপা থেকে মোঃ এনামুল হক (১৮), পিতা-মোঃ বাবুল হাওলাদার, সাং-পাতা বুনিয়া, ডাকঘর- ছনখোলা, থানা-গলাচিপ জেলা-পটুয়াখালীসহ তাদের কয়েকজন বন্ধুরা মিলে কুয়াকাটায় বেড়াতে আসে। গত০২/0৭/২০২৩ খ্রিঃ সুপুর ১:৩০ ঘটিকার সময় ০১টি ট্রাভেল ব্যাগ মোঃ এশামুল হকের নিকট রেখে বাকি বন্ধুরা মিলে সমুদ্র সৈকতে গোসলে যায়। ব্যাগটি কুয়াকাটা সমূদ্র সৈকত এর ফিস ফ্রাই দোকানের দক্ষিণ পার্শ্বে কিটকট ছাতা রেঞ্জের পাশে রেখে বসে মোবাইলে ফেসবুক চালাতে থাকে। আসামীরা ব্যাগটিকে চুরি টার্গেট করে আশেপাশে সন্দেহজনকভাবে ঘুরতে থাকে। এক পর্যাকে আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে অন্যান্য আসামীর সহযোগীতায় পাশে থাকা ব্যাগটি নিয়ে কৌশলে পালিয়ে যেতে থাকে। বিষয়টি ব্যাগ নিয়ে বসে থাকা এনামুল টের পেয়ে উঠে দাড়িয়ে ১নং আসামী মোঃ ইসমাইল হোসেনকে ব্যাগসহ ধরে ফেলে এবং চোর চোর বলিয়া ডাক চিৎকার দেয়। তার ডাক চিৎকারে সাদা পোষাকে ডিউটিরত ট্যুরিস্ট পুলিশ সদস্যরা এগিয়ে আসে। এ সময় অন্যান্য আসামীরা ধৃত আসামীকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। তখন কুয়াকাটা সমুদ্র সৈকতে ডিউটিরত ট্যুরিস্ট পুলিশ এর টহল দল দ্রুত ঘটনাস্থলে আসিয়া আসামীদেরকে আটক করে এবং অজ্ঞাতনামা ২/৩ জন লোক পালিয়ে যায়। ট্যুরিস্ট পুলিশ এর জিজ্ঞাসাবাদে তারা পরস্পর যোশে ব্যাগ চুরির কথা স্বীকার করে। পরবর্তীতে ট্যুরিস্ট পুলিশ তার কালো রংয়ের ছোট ট্রাভেল ব্যাগ এবং ব্যাগের ভিতরে থাকা নগদ ১০৬০/- (এক হাজার ষাট) টাকা ১নং আসামী মোঃ ইসমাইল হোসেন এর হেফাজত হতে উদ্ধার পূর্বক অন করে এবং পালিয়ে যাওয়া আসামীদের গ্রেফতারের অভিযান পরিচালনা করে। উক্ত ঘটনার মোঃ এনামূল হক বাদী হয়ে মামলা লাভের করিলে মহিপুর থানার মামলা ০৩/০৭/২০২৩খ্রিঃ। ধারা- ৩৭৯/৪১১ পেনাল কোড রুজু হয়। মামলাটি ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা তদন্ত করিতেছে। এ এছারাও (১) আসামী ইসমাইল হোসেন (৪১) এর বিরুদ্ধে যশোর জেলার কোতয়ালী খানায় ০১ (এক)টি ডাকাতির প্রস্তুতী মামল সিলেট জেলার বিশ্বনাথ থানায় ০১(এক)টি চুরির মামলা, ডিএমপি, ঢাকার শাহাবাগ থানায় ০১(এক) চুরির মামলা আদালতে বিচারাধীন

রয়েছে।(২) মোঃ নুরুল ইসলাম মাঝি (৫৯), এর বিরুদ্ধে বরিশাল জেলার কোতয়ালী থানায় একটি মাদক মামলায় বিজ্ঞ আদালত সাজা প্রদান করেছেন।

এ বিষয়ে তিনি আরো বলেন পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটকদের সেবা দেওয়ার জন্য কুয়াকাটা টুরিস্ট পুলিশ সবসময় সজাগ রয়েছে পর্যটকদের নিরাপদে ভ্রমণ নিশ্চিত করতে শতভাগ নিরাপত্তা দেয়ার জন্য প্রস্তুত কুয়াকাটা টুরিস্ট পুলিশ