Breaking News
কালকিনিতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

কালকিনিতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

কে এম, রাশেদ কামাল, মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপু‌রের কাল‌কি‌নিতে সা‌পের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূর নাম লামিয়া(২২)।সে কালকিনি পৌরসভার ১ নং ওয়ার্ডের পাঙ্গা‌শিয়া এলাকার লোকমান হাওলাদা‌রের মে‌য়ে।লামিয়ার স্বামী বেল্লাল হোসেন সৌদি প্রবাসী। গতকাল রাতে সাপে কাটার পরে আজ (১০ আগস্ট) বৃহস্পতিবার সকা‌লে ব‌রিশাল শে‌রেবাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে তি‌নি মারা যান। 

এলাকাবাসী ও প‌রিবার সু‌ত্রে জানা যা‌য়,গত ৩ বছর আ‌গে লামীয়া‌র সাথে সৌ‌দি প্রবাসী মোঃ বেল্লা‌লের বিয়ে হয়।স্বামী প্রবাসে থাকায় লামিয়া তার ১৬ মাসের ছেলেকে নিয়ে বাবার বাড়ী‌ কাল‌কি‌নি পৌরসভার পাঙ্গাশীয়া এলাকায় থাক‌তেন। লামীয়ার বাবা লোকমান হাওলাদার জানান,গতকাল রাত ১০টার দি‌কে লামিয়া ঘ‌র থেকে বা‌হি‌রে বের হলে তার পায়ে কিছু একটা কামড় দেয়। প‌রে লাইট দিয়ে পায়ের কাছে এক‌টি ব‌্যাঙ দেখতে পায় সে। তাই বিষয়টা গুরুত্ব না দিয়ে সে ঘরে গিয়ে বিছানায় শুয়ে যায়। এর ঘন্টা খানেক পরে শরীরে ব‌্যাথা অনুভব করলে লামিয়া তাকে এবং তার ছেলে ডাকে । পরে তারা লামিয়াকে কাল‌কি‌নি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নি‌য়ে যায়।সেখা‌নে তার অবস্থার অবনতি হ‌লে ব‌রিশাল শে‌রেবাংলা মে‌ডি‌কেল ক‌লে‌জে হাসপাতালে নি‌য়ে যাওয়া হয় । আর সেখা‌নেই আজ সকাল ৭টা দি‌কে তার মৃত‌্যু হয়।

 কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাজমুল হোসেন ঘটনার সততা নিশ্চিত করে বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।