ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
ঝালকাঠির
রাজাপুরে দাখিল পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া
গেছে। উপজেলার বড়ইয়া ইউনিয়নের চল্লিশকাহনিয়া-উত্তমপুর দাখিল মাদ্রাসার
ভারপ্রাপ্ত সুপার মাওঃ নুরুল ইসলামের বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া যায়।
অভিভাবক
ও স্থানীয় মামুনুর রশীদ জানায়, মাদ্রাসা সুপার সাইফুল অসুস্থ হওয়ার পর
থেকে সহ সুপার মাওঃ নুরুল ইসলাম সুপারের দায়িত্ব পালন করে আসছেন। এ বছরের
দাখিল পরিক্ষার ফরম পূরণের ফি মাদ্রাসা বোর্ড ২০৫০ টাকা নির্ধারণ করে দেয়।
কিন্তু ২৮৫০ টাকা নেয়া হয় উক্ত মাদ্রাসা থেকে এ বছরে ফরম পূরণ করা ২৭ জন
শিক্ষার্থীর থেকে। এবং অতিরিক্ত টাকার কোনো রশিদ শিক্ষার্থীদের প্রদান করা
হয়নি। এছাড়াও মাদ্রাসা ভারপ্রাপ্ত সুপার এবং সভাপতির বিরুদ্ধে বিভিন্ন
অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে
ভারপ্রাপ্ত সুপার মাওঃ নুরুল ইসলাম বলেন, আমরা অতিরিক্ত ফি আদায় করি নি।
তবে ফরম পূরণের টাকার সাথে সেশন চার্য এবং অপ্ল কিছু বেতনের টাকা নিয়েছি।
মাদ্রাসা
সভাপতি হারুন-অর রশিদ বলেন, ফরম পূরণে বেশি টাকা নেয়া হয় নি। এলাকার একটি
চক্র মাদ্রাসাটার ক্ষতি করার জন্য এমন মিথ্যাচার করছে। মাদ্রাসার প্রয়োজনে
কখনো এদের পাওয়া যায় না।
এ
ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানায়, আমি বিষয়টি এখনই শুনলাম।
তদন্ত করে সত্যতা পেলে উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন
করবো।