Breaking News
ঝালকাঠিতে দাখিল পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়

ঝালকাঠিতে দাখিল পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়

ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে দাখিল পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বড়ইয়া ইউনিয়নের চল্লিশকাহনিয়া-উত্তমপুর দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওঃ নুরুল ইসলামের বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া যায়।

অভিভাবক ও স্থানীয় মামুনুর রশীদ জানায়, মাদ্রাসা সুপার সাইফুল অসুস্থ হওয়ার পর থেকে সহ সুপার মাওঃ নুরুল ইসলাম সুপারের দায়িত্ব পালন করে আসছেন। এ বছরের দাখিল পরিক্ষার ফরম পূরণের ফি মাদ্রাসা বোর্ড ২০৫০ টাকা নির্ধারণ করে দেয়। কিন্তু ২৮৫০ টাকা নেয়া হয় উক্ত মাদ্রাসা থেকে এ বছরে ফরম পূরণ করা ২৭ জন শিক্ষার্থীর থেকে। এবং অতিরিক্ত টাকার কোনো রশিদ শিক্ষার্থীদের প্রদান করা হয়নি। এছাড়াও মাদ্রাসা ভারপ্রাপ্ত সুপার এবং সভাপতির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত সুপার মাওঃ নুরুল ইসলাম বলেন, আমরা অতিরিক্ত ফি আদায় করি নি। তবে ফরম পূরণের টাকার সাথে সেশন চার্য এবং অপ্ল কিছু বেতনের টাকা নিয়েছি।

মাদ্রাসা সভাপতি হারুন-অর রশিদ বলেন, ফরম পূরণে বেশি টাকা নেয়া হয় নি। এলাকার একটি চক্র মাদ্রাসাটার ক্ষতি করার জন্য এমন মিথ্যাচার করছে। মাদ্রাসার প্রয়োজনে কখনো এদের পাওয়া যায় না।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানায়, আমি বিষয়টি এখনই শুনলাম। তদন্ত করে সত্যতা পেলে উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।