আবু হাসান (আকাশ), লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদ সদস্য বাবু মিয়াসহ ৮ জনের বিরুদ্ধে আসাদুজ্জামান নামে এক ব্যক্তিকে মারধর করে মটর সাইকেল আটক ও চাঁদা দাবীর অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বৃহস্পতিবার ওই উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকার আশরাফ আলীর পুত্র আসাদুজ্জামান বাদী হয়ে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এর আগে বুধবার বিকালে ওই উপজেলার সিঙ্গিমারী গ্রামে সিঙ্গিমারী ইউনিয়ন ৯ নং ওযার্ডের সদস্য বাবু মিয়া ও একই এলাকার ইছাহাক আলীর পুত্র নজরুলসহ ৮ জন তাকে ও তার ভগ্নিপতিকে পথরোধ করে মারধরের পর মটর সাইকেল আটক করে এবং ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। পরে ৯৯৯ ফোন দিয়ে রক্ষায় তারা এমন অভিযোগ তাদের।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইউ-পি সদস্য বাবু মিয়া। তার দাবী বিচারের ডেকে সেই কারণে হয়তো আমাকে আসামী করেছেন।
সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু জানান, আমার ওই ওয়ার্ড সদস্যের বিরুদ্ধে অনেক অভিযোগ আর হাতীবান্ধা থানা পুলিশের ওসি শাহা আলম জানান, মটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে। অভিযোগের আলোকে তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।