হাতীবান্ধায় বিএনপি’র পকেট কমিটি গঠন প্রতিবাদে সংবাদ সম্মেলন
আবু হাসান (আকাশ),লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের
হাতীবান্ধায় বিএনপি’র ওয়ার্ড কমিটি নিয়ে দলীয় কোন্দল প্রকাশ্য রুপ ধারণ
করেছেন। ওই উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপি’র কমিটিকে
পকেট কমিটি দাবী করে তা বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন করেছে বিক্ষুপ্ত
বিএনপি’র নেতাকর্মীরা। সোমবার বিকালে ওই উপজেলা বড়খাতা বাসষ্টান্ড এলাকায় এ
সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সংবাদ সম্মেলনে
ফকিরপাড়া ইউনিয়ন বিএনপি’র সদস্য আবু বক্কর সিদ্দিক বলেন, জেলা বিএনপি’র
সভাপতি ও সাবেক উপ-মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাব্বি দুলুর নেতৃত্বে জেলার
প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলায় সরাসরি নির্বাচনের মাধ্যমে কমিটি
গঠন হচ্ছে। কিন্তু ফকিরপাড়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক দবিয়ার রহমান ও সদস্য
সচিব হুমায়ন কবির মতি সম্মেলনের আয়োজন না করে ঘরে বসে নিজেদের লোকজনকে নিয়ে
পকেট কমিটি গঠন করেন। ওই কমিটি গঠনের বিষয়ে কিছুই জানেন না জেলা ও উপজেলা
বিএনপি’র নেতারা। আমরা ওই কমিটি গুলো বাতিল করে সম্মেলনের মাধ্যমে কমিটি
গঠনসহ ফকিরপাড়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক দবিয়ার রহমান ও সদস্য সচিব হুমায়ন
কবির মতির পদত্যাগ দাবী করছি।