Breaking News
ফরিদপুরের নর্থচ্যানেল ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

ফরিদপুরের নর্থচ্যানেল ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ২কোটি ২২ লক্ষ ৪৮ হাজার ৭শত ৮১ টাকার বাজেট ঘোষনা করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি মোহাম্মদ মোফাজ্জেল হোসেন। বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ২ কোটি ১১ লক্ষ ৩৬ হাজার ৮টাকা, এবং ১১ লক্ষ ২২ হাজার ৭শত ৭৩ টাকা উদ্বৃত্ত ঘোষনা করা হয়।

বাজেট ঘোষনা অনুষ্টানে বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক আব্দুল খালেক মাস্টার,জয়নাল মাতুব্বর,আতিয়ার রহমান,আব্দুস সালাম ফকীর,মো: ওমেদআলী,লালন ফকীর, ইউপি সচিব মোহাম্মদ আলী, ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার আব্দুল খালেক, ২নং ওয়ার্ড মেম্বার আইয়ুব খান, ৩নং ওয়ার্ড মেম্বার সরোয়ার হোসেন, ৪ নং ওয়ার্ড মেম্বার মো: গোলাম মোস্তফা, ৫ নং ওয়ার্ড মেম্বার মেহেদী হাসান ইয়াকুব মৃর্ধা, ৬নং ওয়ার্ড মেম্বার আলমগীর খান, ৭নং ওয়ার্ড মেম্বার মো: জাহিদ হোসেন, ৮ নং ওয়ার্ড মেম্বার মো: ইয়ারউদ্দিন, ৯ নং ওয়ার্ড মেম্বার মো: জুনায়েদ,সংরক্ষিত মহিলা মেম্বার সালমা আক্তার,তছিরন নেছা,রাকিয়া বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উৎসব মুখর পরিবেশে এলাকার সর্বস্তরের মানুষের অংশ গ্রহনে এই প্রথম নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।