Breaking News
ফরিদপুরের চারটি উপজেলাকে ভূমিহীন-গৃহহীন ঘোষণা

ফরিদপুরের চারটি উপজেলাকে ভূমিহীন-গৃহহীন ঘোষণা

মাহবুব পিয়াল,ফরিদপুর:
ফরিদপুরে নতুন ৬শ ২৪টি পরিবারের মাঝে জমিসহ ঘর গৃহস্তান্তরসহ জেলার চারটি উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের সাথে একযোগে এই কার্যক্রম উদ্বোধন এবং ভুমিহীন জেলা উপজেলা ঘোষনা করেন। ভুমিহীন উপজেলা সমুহ হলো ফরিদপুর সদর, বোয়ালমারী, চরভদ্রাসন ও ভাঙ্গা উপজেলা।
ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহস্তান্তর হয়।

প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের জমি ও গৃহ প্রদান উদ্বোধনী অনষ্ঠনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালীর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক অমিত দেবনাথ, অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হুসাইন,জেলা আওয়ামীলীগের সভাপতি মো, শামিম হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো:আব্দুর রাজ্জাক মোল্যা প্রমুখ।
পরে উপকার ভোগীদের মাঝে প্রতিকী চাবি হস্তান্তর করা হয়।