Breaking News
ফরিদপুরে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

ফরিদপুরে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

মাহবুব পিয়াল,ফরিদপুর :

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পূর্ব শত্রুর জের ধরে রুবেল শেখ (২০) নামে এক ভ্যান চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২৫ জুলাই) রাত ১০ টার দিকে উপজেলার হিয়াবলদি এলাকার একটি কফি হাইজের সামনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত রুবেল একই উপজেলার পাঁচকাইচাইল এলাকার আব্দুস সালাম শেখ এর পুত্র।

জানা যায়, মঙ্গলবার বিকালে নিহত রুবেল শেখ পার্শ্ববর্তী হিয়াবলদী গ্রামে তার নানা রাজা মিয়ার বাড়িতে যায়। রাত আনুমানিক ১০ টার দিকে স্থানীয় এক ভ্যান চালক রক্তাক্ত রুবেলকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত রুবেলকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজে রেফার্ড করেন ।ফরিদপুরে আসার পথিমধ্য তার মৃত্যু হয়। খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ হাসপাতালে যান।

এলাকাবাসী ও পুলিশ জানান, পূর্ব শত্রুতার জের ধরে হিয়াবলদি গ্রামের কিছু উচ্ছৃঙ্খল যুবক তাদের বন্ধুদের সাথে নিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। কারণ ওই হিয়াবলদি গ্রামের হায়াত শেখের পুত্র রনি শেখও (১৮) কোপ খেয়ে গুরুতর আহতবস্থায় একই সময়ে হাসপাতালে ভর্তি হয়।

রুবেল নিহতের সত্যতা নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল তিনি বলেন, ওই যুবককের পিঠে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। এছাড়া তার মাথা ও কপালে লাঠি দিয়ে পেটানোর দাগ রয়েছে। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল আরো বলেন এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার জোর তৎপর রয়েছে পুলিশ।