Breaking News
ফরিদপুরে সড়ক দূর্ঘটনায় পাটকল শ্রমিক নিহত

ফরিদপুরে সড়ক দূর্ঘটনায় পাটকল শ্রমিক নিহত

মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে সড়ক দূর্ঘটায় পাটকল শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ১০টায় মধুখালী উপজেলার মধুখালী-বালিয়াকান্দি ফিডার সড়কের গাজনা ইউনিয়নের মির্জাপুর এলাকায় একটি অটোভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম মো. তারেক মন্ডল (২৫)। সে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের রহমতপুর গ্রামের ইউনুস মন্ডলের ছেলে। সে উপজেলার আশাপুরের রাজ্জাক জুট মিলের শ্রমিক। ডিউটি শেষে মোটরসাইকেল যোগে নিজ বাড়ীতে যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে।

মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মধুখালী-বালিয়াকান্দি ফিডার সড়কের গাজনা ইউনিয়নের মির্জাপুর এলাকায় একটি অটোভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ঘটে। স্থানীয়রা লাশ উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মধুখালী থানা পুলিশ লাশ থানায় নিয়ে আসেন।