Breaking News
ফরিদপুরে সন্দেহভাজন আটক ভারতীয় নাগরিককে আদালতে সোপর্দ

ফরিদপুরে সন্দেহভাজন আটক ভারতীয় নাগরিককে আদালতে সোপর্দ

মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় পাসপোর্ট ও ভিসা ছাড়াই বাংলাদেশে প্রবেশের পর সন্দেহজনভাবে ঘোরাফেরা করার সময় একজন ভারতীয় নাগরিককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার দুপুরে তাকে অবৈধভাবে অনুপ্রবেশের অপরাধে দায়েরকৃত মামলায় আদালতে প্রেরণ করা হয়।

আটক ওই ভারতীয় নাগরিকের নাম পার্থবর্তী আগরওয়ালা। তার বয়স ৪০ বলে সে জানায়। বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের ধর্মতলার মারোয়ারীপট্টি বলে জানিয়েছে। রোববার দুপুরে নগরকান্দার বাউতিপাড়া গ্রামে কালি মন্দিরের সামনে থেকে স্থানীয় জনতা ওই ভারতীয় নাগরিককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিরাজ হোসেন এই প্রতিবেদককে জানান, আটক ওই ব্যক্তি নিজেকে পশ্চিমবঙ্গের ধর্মতলার মারোয়ারীপট্টির বাসিন্দা হিসেবে দাবি করে। তার নাম পার্থবর্তী আগরওয়ালা বলে জানায়। তার কাছে পাসপোর্ট ভিসা কিছুই নেই।

থানায় এনে জিজ্ঞাসাবাদে আটক ওই ব্যক্তি জানিয়েছেন যে, তিনি বাউতিপাড়ার জনৈক বিপ্লব নামে এক ব্যক্তির সাথে গত ৩১ মার্চ বাংলাদেশে এসেছেন। তবে বাউতিপাড়ায় ওই নামে কোন ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। এ অবস্থায় তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অপরাধে মামলা দায়ের করে সোমবার ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানান।