Breaking News
ফরিদপুরে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাকালে গণপিটুনির শিকার তিন যুবক, গাড়িতে অগ্নিসংযোগ , আটক ৩

ফরিদপুরে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাকালে গণপিটুনির শিকার তিন যুবক, গাড়িতে অগ্নিসংযোগ , আটক ৩

মাহবুব পিয়াল, ফরিদপুর:
ফরিদপুরে দশম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে অস্ত্রেরমুখে অপহরণের চেষ্টা রুখে দিয়েছে তার সহপাঠীরা। এসময় অপহরণের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিনজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশ দিয়েছে শিক্ষার্থী ও স্থানীয়রা। এছাড়া অপহরণের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।

সোমবার(১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে শরহতলীর কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশনে এ ঘটনা ঘটে। ওই স্কুলছাত্রী প্রতিষ্ঠানটির দশম শ্রেণিতে পড়াশোনা করেন।

স্থানীয়রা জানান, ধুলদীর বিমল পোদ্দারের ছেলে বিধান পোদ্দারের নেতৃত্বে কয়েকজন দুর্বৃত্ত একটি মাইক্রোবাসে করে আব্দুল আজিজ ইনস্টিটিউশনের দশম শ্রেণির এক ছাত্রীকে অস্ত্রের মুখে তুলে নেওয়ার চেষ্টা করে।বিষয়টি দেখে তার দুই বান্ধবী অন্যদের জানায় এবং চিৎকার দিতে থাকে। এ সময় ওই ছাত্রীর সহপাঠী ও স্থানীয়রা যুবকদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে ক্ষুব্ধ সহপাঠী ও স্থানীয়রা মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয়। আটক তিনজন হলেন মামুন , আলমগীর ও সাদ্দাম।
এ ঘটনায় মূল হোতা বিধান পোদ্দার পালিয়ে গেছে। আটককৃতদের একজনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মাইক্রেবাসের আগুন নিয়ন্ত্রণে আনে।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা তিন যুবককে আটক করে পুলিশে সর্পদ করেছে। অন্যরা পালিয়ে গেছে। ক্ষুব্ধরা আটককৃত গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় জড়িত অন্যান্যেদের গ্রেপ্তারে চেষ্টা চলছে । ঘটনার বিস্তারিত তদন্ত শেষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।