Breaking News
ফরিদপুরে সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ফরিদপুরে সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

মাহবুব পিয়াল, প্রতিনিধি,ফরিদপুর:
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পাটক্ষেতে শ্রমিকের খাবার দিতে গিয়ে সাপের কামড়ে মো. লামিম শেখ (১১) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ মে) সকাল ১০টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রাঙ্গাল গ্রামের এ ঘটনা ঘটে।

নিহত লামিম ওই গ্রামের কৃষক মো. মুঞ্জ শেখের ছেলে। দুই ভাইয়ের মধ্যে লামিম সবার বড়। সে নগরকান্দা কাছিমুল উলুম মাদরাসার ছাত্র। লামিমের এমন মৃত্যুতে পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

লামিমের বাবা কৃষক মুঞ্জ শেখ জানান, শুক্রবার মাদরাসা বন্ধ থাকায় লামিম বাড়ি আসে। সকাল ১০টার দিকে আমার জমির পাটক্ষেতে নিড়ানি কাজে কর্মরত শ্রমিকের জন্য খাবার (নাস্তা) নিয়ে বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। পথিমধ্যে জমির আইলে তাকে সাপে কামড় দেয়। অসুস্থ অবস্থায় লামিম বাড়িতে ফিরে এসে সাপে কামড় দেওয়ার বিষয়টি জানায়। পরে লামিমকে দ্রুত ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্মরত চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।

তিনি আরও বলেন, লামিম মাদরাসার মেধাবী ছাত্র ছিল। আমাদের স্বপ্ন ছিল ওকে কোরআনের হাফেজ বানাবো। কিন্তু হাফেজ হওয়ার আগে এভাবে দুনিয়া ছেড়ে চলে গেল। আমরা এখন ওকে ছাড়া কিভাবে বাঁচবো।

সাপের কামড়ে মাদরাসা ছাত্র লামিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম।