মাহবুব পিয়াল, ফরিদপুর:
ফরিদপুরে ফ্রেন্ডস ইভার ২০১৬ এসএসসি ব্যাচের আয়োজনে সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক পরশউল্লাহ মাতুব্বর স্মৃতি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার রাত ৮টায় নর্থচ্যানেল ইউনিয়ন পরিষদ মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাজী মো: মোফাজ্জেল হোসেন।
নর্থচ্যানেল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লালন ফকিরের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থচ্যানেল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম পান্নু,যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মেহেদী হাসান ইয়াকুব মৃধা, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক হেলাল উদ্দিন মাস্টার, ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ জাহিদ খান, চৌরাস্তা বাজার কমিটির সভাপতি মোঃ সেকেন্দার মাতুব্বর, এছাড়াও আরো উপস্থিত ছিলেন আব্দুর রব, আনোয়ার হোসেন, আলম বেপারী, ফরহাদ মোল্লা সহ স্থানীয় ফুটবল প্রেমি মানুষেরা
।
উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন সায়িম টাইম সেন্টার বনাম কিংস ঈগল নাইন।সাইম টাইম এর পক্ষে যারা লড়াই করেন তারা হলেন সামি, আজিজুল আল-আমিন, প্রান্ত,সুব্রত, হেলাল,ও শোভন এবং প্রতিপক্ষ কিংস ঈগল নাইন এর হয়ে মাঠে নামেন রাকিব, রাজিব, সাব্বির, আমিরুল, ইমরান ও মোস্তাক। খেলার প্রথম আর্ধে কোন গোল না হলেও দ্বিতীয় আর্ধে কিংস ঈগল নাইনের হয়ে প্রথম জালে বল গড়িয়ে দেন রাকিব এবং খেলার এক্সট্রা সময়ে সায়িম টাইমের হয়ে গোল করেন শোভন। পরে ১-১ গোলে ড্র হলে খেলা ট্রাইবিকারের যায় এবং ২-১ গোলের ব্যবধানে কিংস ঈগল নাইন জয় লাভ করে।
টুর্নামেন্টে ১২টি ফুটবল দল অংশ নিচ্ছে ।