মাহবুব পিয়াল,প্রতিনিধি ফরিদপুর:
ফরিদপুরের সদরপুরের পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গোয়ালন্দ-তারাইল সড়কে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কাটাখালী বাজার সংলগ্ন এলাকায় একটি করিমন গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে য়ায়। এঘটনায় হানিফ মাতুব্বর (৪০) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় গাড়ির চালক মজনু প্রামানিকসহ ৪জন আহত হয়। নিহত হানিফ উপজেলার ঢেউখালী ইউনিয়নের কাচারি ডাঙ্গী গ্রামের মালেক মাতুব্বরের ছেলে।
অপরদিকে, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চন্দ্রপাড়া বাজার ঘাট এলাকায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মো.জহিরুল বেপারী (৩০)নামের এক যুবক নিহত হয়েছে।নিহত জহিরুল সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের ইউনুস বেপারীর ছেলে। এ সময় মোটর সাইকেলে থাকা অন্য আরোহী শাহিন বেপারী গুরুতর আহত হয়, তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।