Breaking News
ফরিদপুরে পৌর আওয়ামীলীগের কমিটি বিলুপ্ত না করে নতুন করে আহবায়ক কমিটি ঘোষণা

ফরিদপুরে পৌর আওয়ামীলীগের কমিটি বিলুপ্ত না করে নতুন করে আহবায়ক কমিটি ঘোষণা

মাহবুব পিয়াল,ফরিদপুর:
ফরিদপুর পৌর আওয়ামীলীগের কমিটি থাকা অবস্থায় সেই কমিটি বিলুপ্ত না করে নতুন করে আহবায়ক কমিটি ঘোষনা করার প্রতিবাদ জানিয়েছে পৌর আওয়ামীলীগের একাংশের নেতাকর্মীরা। প্রতিবাদে বুধবার বেলা সাড়ে ১১ টায় ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তারা। এর আগে প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশ করে নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে পৌর আওয়ামীলীগের একাংশের আহবায়ক মনিরুল হাসান মিঠু লিখিত বক্তব্যে জানান, একটি আহবায়ক কমিটি থাকা অবস্থায় আরেকটি আহবায়ক কমিটি গঠন সম্পূর্ন অগঠনতান্ত্রিক। চিঠিতে বলা হয়েছে কেন্দ্রিয় কমিটির বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক, কিন্ত আদৌ তা সত্য নয়। সর্বশেষ কেন্দ্রিয় আওয়ামীলীগের বৈঠকে এমন কোন সিদ্ধান্ত হয়নি। বরং জননেত্রী শেখ হাসিনা জাতীয় নির্বাচনের পূর্বে কমিটি ভাঙ্গা ও নতুন কমিটি গঠন করতে নিষেধ করেছেন। তারপরও ২ জন কেন্দ্রীয় নেতা যাদের বাড়ি ফরিদপুরে তারা ক্ষমতার অপব্যবহার করে নেত্রীর দেশে না থাকার সুযোগে অগঠনতান্ত্রিকভাবে এই কাজটি করিয়েছেন। আমরা অবিলম্বে সদ্য ঘোষিত অগঠনতান্ত্রিক কমিটিকে বাতিলের দাবী জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মো. মনিরুজ্জামান মনিরসহ পৌর ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে একই দাবীতে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশ করে নেতাকর্মীরা। সেখানেও নেতাকর্মীরা সদ্য ঘোষিত কমিটিকে অগঠনতান্ত্রিক উল্লেখ করে তা বাতিলের দাবী জানান। দাবী না মানা হলে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন করারও ঘোষনা দেয়া হয়।