Breaking News
ফরিদপুরে নদী ভাঙ্গন কবলিত ১ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ফরিদপুরে নদী ভাঙ্গন কবলিত ১ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মাহবুব পিয়াল, প্রতিনিধি ফরিদপুর:
ফরিদপুরে নদী ভাঙ্গন কবলিত এলাকার হতদরিদ্র ১ হাজার পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরন করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা ফরিদপুর ডেভেলপমেন্ট এজেন্সি- এফডিএ। বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।

এফডিএ’র নির্বাহী পরিচালক মোঃ আজহারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্টানে বক্তব্য রাখেন ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী, জেলা ত্রাণ কর্মকর্তা আবু নাসির মোঃ বাবুল,বিএফ এফ’র নিবার্হী পরিচালক আনম ফজলুল হাদি সাব্বির,রাসিনের নিবার্হী পরিচালক আসমা আক্তার মুক্তাসহ অন্যান্যরা।

সংস্থাটির নিজস্ব অর্থায়নে ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল, ডিক্রিরচর, চরমাধবদিয়া ও আলিয়াবাদ ইউনিয়নের ১ হাজার হত দরিদ্র পরিবারের মাঝে প্রত্যেককে ১০ কেজি চাল, ১কেজি ডাল, ১কেজি চিনি,১ লিটার সয়াবিন তেল,দুধ, সেমাইসহ ঈদ সামগ্রী বিতরন করা হয়।