Breaking News
ফরিদপুরে মটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

ফরিদপুরে মটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

মাহবুব পিয়াল,ফরিদপুর:

ফরিদপুরের সদরপুর উপজেলায় মটরসাইকেল দুর্ঘটনায় ফয়সাল খান (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের শ্যামপুর টেক এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত ফয়সাল পাশ্ববর্তি চরভদ্রাসন উপজেলার বিএস ডাঙ্গি গ্রামের আলমগীর খানের ছেলে।

এ সময় মটরসাইকেলে থাকা অন্য আরোহী একই গ্রামের ছাব্বির কাজী (১২) নামের এক শিশু গুরুত্বর আহত হয়েছে। আহত অবস্থায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের স্বজনরা জানান, ফয়সাল সকালে দুধ কিনতে চর বিষ্ণুপুরের জয়বাংলা বাজারে আসে।বৃষ্টির মধ্যে বাজার শেষে বাড়ি ফেরার পথে মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে শ্যামপুর এলাকার রাস্তার পাশে থাকা একটি খুটিতে ধাক্কা লেগে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক ডা. জেরিন ফয়সালকে মৃত ঘোষণা করে ও গুরুত্বর আহত অবস্থায় সাব্বিরকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করে।

সদরপুর থানার ওসি মামুন আল রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে,। আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে।