মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন মেঘদূত সমাজ কল্যান সংস্থার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।
শুক্রবার(১৪ এপ্রিল) সন্ধ্যায় শহরের দক্ষিন টেপাখোলা হরিসভায় সংস্থার নিজ কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়।মেঘদূত সমাজ কল্যান সংস্থার সভাপতি ও পৌর কাউন্সিলর মাইনুদ্দিন আহম্মেদ মানুর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান ফকীর।এ সময় সংস্থার সাধারন সম্পাদক শরীফ আহম্মেদ,সহ-সভাপতি তৌহিদুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ সুনীল চত্রুবতী,ব্যবসায়ী অরুপ সাহা বক্তব্য রাখেন। অনুষ্টানে বিগতদিনে সংস্থার সদস্যগন যারা মৃত্যুবরন করেছেন তাদের স্মরণে দাড়িয়ে ১মিনিট নিরাবতা পালন করা হয়।
পরে দোয়া মাহফিল অনুষ্টিত হয় । দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুন্সিবাড়ী জামে মসজিদের ইমাম মাওলানা মোতাহার হোসেন খসরু।