মাহবুব পিয়াল,ফরিদপুর:
ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের মেধাবী শিক্ষার্থী ও বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখার একনিষ্ঠ কর্মী প্রান্ত মিত্র পৃথুর হত্যাকারীদের গ্রেপ্তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে রবিবার ফরিদপুর প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি তানজিদুল রশিদ চৌধুরী রিয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ , সহ-সভাপতি শফিউল ইসলাম মধু, সাংগঠনিক সম্পাদক আফিফ বিন ইসলাম অর্কসহ অন্যান্যরা। সভা পরিচালনা করেন দপ্তর সম্পাদক অর্ঘ্য চক্রবর্তী।
সভায় বক্তারা অবিলম্বে প্রান্ত মিত্র পৃথুর হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।