Breaking News
ফরিদপুরে খালেদা জিয়া ও সৈকত হাসানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ফরিদপুরে খালেদা জিয়া ও সৈকত হাসানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মাহবুব পিয়াল, ফরিদপুর:
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও হাসপাতালে চিকিৎসাধীন ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসানের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১অক্টোবর) দুপুর ২টায় শহরের কমলাপুরে মাদরাসাতু জাবালে নূর-এ কমলাপুরবাসীর উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ স্থানীয় এলাকাবাসী ও মাদরাসার শিশু শিক্ষার্থীরা অংশ নেন।
এসময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ন- আহবায়ক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিকী মিতুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু, সদস্য সচিব শাহরিয়ার শিথীল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজ, যুগ্ম আহ্বায়ক কাজী শিবলী সাদিক, যুবদলের সিনিয়র সহ-সভাপতি কেএম জাফর,সিনিয়র যুগ্ন-সম্পাদক শামীমুল হক তালুকদার,সহ সংগঠনিক সম্পাদক খসরু মাহমুদ,জেলা ছাত্র দলের সহ-সভাপতি আদনান খান, মেহেদী হাসান বাবুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসানের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদরাসাতু জাবালে নূর-এর প্রিন্সিপ্রালহাফেজ মাওলানা নাজির আহমেদ।
প্রসঙ্গত, গত ১০ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হন ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসান। এরপর তাকে ফরিদপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।