মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধি :ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল আল মামুন রতনকে দ্রুত বিচার আইনে দায়েরকৃত একটি মামলায় দুই বছরের কারাদন্ড দেয়া হয়েছে। একইসাথে ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। অপরদিকে ছাত্রদল নেতার নিঃশর্ত মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। জানা গেছে, ২০০৭ সালের ৪ ডিসেম্বর কোতোয়ালি থানায় আব্দুল আল মামুন রতনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা রুজু হয়। মামলা নং-১০। ওই মামলায় নিম্ন আদালতে সাড়ে তিন বছরের সাজা হওয়ার পরে জেলা জজ আদালতে আপীল করেন রতন। গত মঙ্গলবার ২৮ মার্চ আপীল শুনানি শেষে আসামী মোঃ রতনকে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ এর ৪(১) ধারায় ২ বছরের সশ্রম কারাদন্ড এবং ২ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।এদিকে, ছাত্রদল নেতা আব্দুল আল মামুন রতনকে সাজা দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। দুপুরে শহরের আলীপুরে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি এস এম কৌশিক আহমেদ অনিক, কোতোয়ালী থানা ছাত্রদলের আহবায়ক নাদিম মাহমুদ রুবেল, সদস্য সচিব আনোয়ার হোসেন প্রমুখ। এছাড়া ছাত্রদলের কেন্দ্রীয় ও জেলা কমিটির পৃথক পৃথক বিবৃতিতে ছাত্রদল নেতা রতনের মুক্তি দাবি করা হয়েছে।