Breaking News
ফরিদপুরে ডেঙ্গুরোগীদের জন্য বিনামূল্যে স্যালাইন বিতরণ

ফরিদপুরে ডেঙ্গুরোগীদের জন্য বিনামূল্যে স্যালাইন বিতরণ

ফরিদপুর প্রতিনিধি:
প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ডেঙ্গু সচেতনতা মূলক কার্যক্রমের অংশ হিসেবে ফরিদপুর সদর হাসপাতালে বিনামূল্যে স্যালাইন বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় স্যালাইন বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক।

এসময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ মো: ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস,বি এম এর সভাপতি ডাক্তার আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটু, ডেপুটি সিভিল সার্জন শাহ মোহাম্মদ বদরুদ্দোজা, সিনিয়র কনসালটেন্ট ডাক্তার আবু আহমেদ, আর এম ও ডাক্তার গণেশ কুমার আগরওয়ালা,জেলা আওয়ামীলীগের উপ- প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আলী আজগর মানিকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক বলেন, সেবার উপর কোন আত্ন তৃপ্তি নাই, দলীয় নেতা কর্মীসহ সবাই কে রোগীদের পাশে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, স্যালাইনের অভাবে কোন রোগী যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। প্রথম পর্যায়ে এই হাসপাতালে ডেঙ্গুরোগীদের জন্য ২৫০ ব্যাগ স্যালাইন বিতরণ করা হয়।