Breaking News
ফরিদপুরে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য আওয়ামীলীগ নেতার স্যালাইন প্রদান

ফরিদপুরে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য আওয়ামীলীগ নেতার স্যালাইন প্রদান

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য স্যালাইন সংকট দেখা দেওয়ায় স্যালাইন নিয়ে এগিয়ে এসেছেন জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য ৫শ ব্যাগ স্যালাইন প্রদান করা হয়। 

বুধবার দুপুরে মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হকের কাছে এসব স্যালাইন হস্তান্তর করেন আওয়ামীলীগের সভাপতি শামীম হক। কয়েকদিন আগেও শামীম হক তার নিজস্ব তহবিল থেকে ২ শতাধিক ব্যাগ স্যালাইন প্রদান করেন হাসপাতালে।

আওয়ামীলীগের সভাপতি শামীম হক জানান, ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য যে পরিমান স্যালাইন দরকার তা না থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছিল। রোগীদের কথা চিন্তা করে তিনি হাসপাতাল গুলোতে স্যালাইন দিয়ে সহযোগীতা করছেন। স্যালাইনের অভাবে যাতে কোন রোগী মারা না যায় সেজন্যই তিনি এসব স্যালাইন প্রদান করছেন। এর আগে আওয়ামীলীগ নেতা শামীম হক হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীদের সার্বিক খোঁজ খবর নেন ।