Breaking News
ফরিদপুরে দীর্ঘ মেয়াদী রোগ নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

ফরিদপুরে দীর্ঘ মেয়াদী রোগ নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর শহরে দীর্ঘ মেয়াদী অসংক্রামক রোগের ঝুঁকি নিরাময়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে শহরের পশ্চিম খাবাসপুর মহল্লায় অবস্থিত এনজিও ফোরাম কার্যালয়ের মিলনায়তনে এ সভার আয়োজন করে ডায়াবেটিক এসোসিয়েশন অব বাংলাদেশ সেন্টার ফর হেলথ রিসার্স এন্ড ইমপ্লিমেন্টেটশন (বিএডিএএস-সিএইচ আর আই) ।
সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটো।।

প্রধান অতিথির বক্তব্য দেন ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ মো. ছিদ্দীকুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য দেন ফরিদপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোজাম্মেল হক।বিশেষ বক্তার বক্তব্য দেন বি,এ,ডি,এ,এস-- সিএইচ আর আই এর পরিচালক কিশওয়ার আজাদ।
আলোচনায় অংশ নেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্নাবালা, ব্লাস্ট ফরিদপুরের সমন্বয়কারী এ্যডভোকেট শিপ্রা গোস্বামী, নারী নেত্রী আসমা আক্তার মুক্তা , তাহিয়াতুল জান্নাত রেমী, এনজিও ব্যাক্তিত্ব এম এ জলিল, বেলায়েত হোসেন ,কাজী আশরাফুল হাসান আরো অনেকে।

সভায় জানানো হয়, ফরিদপুর পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডে দীর্ঘ মেয়াদী অসংক্রামক রোগের ঝুঁকি নিরাময়ে কাজ শুরু হবে। এ কাজে সাফল্য এলে তা অন্য ওয়ার্ড এবং জেলা শহরে সম্প্রসারিত হবে।

বক্তারা বলেন, ডায়াবেটিসসহ দীর্ঘ মেয়াদী অসংক্রামক রোগের ঝুঁকি নিরাময়ের জন্য ভাদ্যভাস ও জীবানাচার পরিবের্তনের কোন বিকল্প নেই। পাশাপাশি সচেতনার উপর গুরুত্ব দিতেহবে। রোগ হওয়ার আগে রোগ প্রতিরোধে সক্ষমতার উপর জোর দিতে হবে।