Breaking News
ফরিদপুরে ছাত্র ছাত্রীদের মাঝে মেধাবৃত্তি প্রদান

ফরিদপুরে ছাত্র ছাত্রীদের মাঝে মেধাবৃত্তি প্রদান

মাহবুব পিয়াল,ফরিদপুর :

ফরিদপুরে জায়নুল আবেদীন রোকেয়া বেগম ফাউন্ডেশন এর উদ্যোগে জায়নুল আবেদীন মেধা বৃত্তি পুরস্কার ও আলোচনা সভা শুক্রবার বিকেল তিনটায় স্থানীয় কবি জসিম উদ্দিন হলে অনুষ্ঠিত হয়েছে।

বিশিষ্ট চিকিৎসক ও জায়নুল আবেদীন রোকেয়া বেগম ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক কাজী রফিকুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ বাবু রমেন্দ্রনাথ রায় কর্মকার,বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শিপ্রা রায়। বক্তব্য রাখেন আলহাজ্ব এম এ আজিজ হাই স্কুলের প্রধান এনামুল হক সাইফুদ্দিন কামাল,ঈশান গোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সোবহান মোল্লা, সমাজসেবক রাশিদুল আবেদীন আক্কাস । অনুষ্ঠান পরিচালনা করেন প্রয়াত জয়নুল আবেদীনের পুত্র রায়হানুল আবেদীন তপু।

অনুষ্ঠানে ছয়টি স্কুলের ১৫ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি পুরস্কার দেয়া হয়। এসব শিক্ষার্থীদের বই, সনদপত্র এবং নগদ৬০০০ টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

 যে ছয়টি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয় সেই প্রতিষ্ঠানগুলো হল ফরিদপুর উচ্চ বিদ্যালয়, মাধবদিয়া ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় , আলহাজ্ব এম এ আজিজ উচ্চ বিদ্যালয়, চর মাধবদিয়া উচ্চ বিদ্যালয়, চর টেপাখোলা উচ্চ বিদ্যালয় ও মহিম ইনষ্টিটিউশন।