Breaking News
ফরিদপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

ফরিদপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে নানা আয়োজনে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে রোটারী ক্লাব অব ফরিদপুর নিউটাউনের উদ্যোগে দু:স্থ্য ও দরিদ্র চার শতাধিক রোগীর মাঝে বিনামুল্যে চিকিৎসা প্রদান ও ঔষুধ বিতরন করা হয়েছে।শুক্রবার সকালে শহরতলীর মুন্সিবাজার কাফুরা এলাকায় দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন জেলার বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা: শেখ ইউনুস আলী,অধ্যাপক ডা: তাহমিনা খানম, ডা:সুরাইয়া খানম,ডা: মো: শহিদুল্লাহ,ডা: মো:শফিকুল ইসলামসহ অন্যান্য চিকিৎকবৃন্দ।এর আগে মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন রোটারী ক্লাব অব ফরিদপুর নিউটাউনের সভাপতি রোটারিয়ান রাজ কুমার ঘোষ।এসময় অন্যান্য রোটারিয়ান কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।এদিকে, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে শেখ রাসেল শিশু প্রশিক্ষন ও পূর্ণবাসন কেন্দ্র,ফরিদপুরের উদ্যোগে কেক কাটা ,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার।পূর্ণবাসন কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক সৈয়দা হাসিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্টানে জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক এ এস এম অলী আহসান, নিবার্হী ম্যাজিষ্ট্রেট সাজেদুল আহম্মেদ,নারী নেত্রী আসমা আক্তার মুক্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।