ফরিদপুর প্রতিনিধি: ‘ইয়েস,ইউ ক্যান এন্ড টিবি’ হ্যাঁ আমরা যক্ষা নির্মূল করতে পারি-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরে বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার(২৩ মার্চ) সকাল সাড়ে ৯টায় শহরে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।র্যালী শেষে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এবং ডেমিয়েন ফাউন্ডেশনসহ অন্যান্য সংস্থার সহযোগিতায় জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়।ফরিদপুরের ডেপুটি সিভিল সার্জন ডা:শাহ্ মো: বদরুজ্জামান এর সভাপতিত্বে সভায় ডেমিয়েন ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক শেখ মঈন উদ্দীন, নাটাব ফরিদপুরের সভাপতি সৈয়দ নাজমুল হাসান লোচন,সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: মো: তানভীর জুবায়ের, ডি,এস,এম, ডা: একেএম আহসানুজ্জামান ,বক্ষব্যাধী কনফালটেন্ট ডা:মৃর্ধা মো: শাহিনুজ্জামান ও যক্ষা রোগ থেকে সুস্থ্যতা পাওয়া আয়েশা নামের এক রোগী বক্তব্য রাখেন। অনুষ্টানে যক্ষা রোগ থেকে পুরোপুরি সুস্থ্য হয়ে যাওয়া ৫ রোগীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।