Breaking News
ফরিদপুরে বিনামূল্যে বেসিক কম্পিউটার প্রশিক্ষণশুরু

ফরিদপুরে বিনামূল্যে বেসিক কম্পিউটার প্রশিক্ষণশুরু

মাহবুব পিয়াল, ফরিদপুর:
ফরিদপুরে একশ জন বেকার তরুণ-তরুণী ও শিক্ষার্থীদের নিয়ে বিনামূল্যে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় হাউজিং এস্টেট-এ অবস্থিত এসো জতি গড়ি নামের বেসরকারি উন্নয়ন সংস্থার কার্যালয়ে এ শনিবার বেলা সাড়ে ১১টায় প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন ফরিদপুর সদর উপজেলা কার্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারি প্রগ্রামার মো. তরিকুলইসলাম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্নাবালা।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসো জাতি গড়ি এর নির্বাহী পরিচালক নাজমা আক্তার। অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর পৌরসভার ১৩, ১৪, ১৬ নম্বর সংরক্ষিত মহিলাকাউন্সিলরনাজনীন আক্তার।

‘প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে যুব সমাজের কর্মক্ষেত্রসৃষ্টি’-এর লক্ষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য প্রযুক্তি বিভাগের উদ্ভাবনী ও বিশেষ অনুদান শাখার উদ্যোগে এবং এসো জাতি গড়িএর ব্যবস্থাপনায় বিনামূল্যে এ বেসিক কম্পিউটার প্রশিক্ষণ দেওয়াহচ্ছে। আগামী ছয় মাস এ প্রশিক্ষণ চলবে।