মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা সাউদিয়া পরিবহন নামে একটি বাসে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। আগুনে বাসের ভিতরের সম্পূর্ণ অংশ পুড়ে যায়।
সোমবার(১৩ নভেম্বর) রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।
বাস মালিক ও পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার রাত তিনটার দিকে অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন দুষ্কৃতিকারী মোটরসাইকেল যোগে শহরের নতুন বাসস্ট্যান্ডে পার্ক করে রাখা জনৈক মনিরুল ইসলাম ফরহাদের মালিকানাধীন একটি বাসে (যার নম্বর ফরিদপুর-ব ১১ ০০২৪ ) পিছনের জানালা দিয়ে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত বাসের হেলপার জেলা পুলিশ কন্ট্রোল রুমকে বিষয়টি অবহিত করলে স্থানীয় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ড বাসের ভিতরের সম্পূর্ণ অংশ পুড়ে যায়।
এ ব্যাপারে ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার সুবাষ বাড়ৈই বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে প্রায় দশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সালাউদ্দিন বলেন, রাত তিনটার দিকে বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা সাউদিয়া পরিবহনের একটি বাসে দুষ্কৃতকারীরা আগুন ধরিয়ে দেয়। খরব পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে যায়। এ বিষয়ে পুলিশ কাজ করছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।