Breaking News
ফরিদপুরে আওয়ামী লীগের বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুরে আওয়ামী লীগের বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত

মাহবুব পিয়াল,প্রতিনিধি ফরিদপুর:
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ফরিদপুরে জেলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টায় শহরের আলীপুর শেখ রাসেল স্কয়ার হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক নিয়াজ জামান সজিবের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক, সাধারন সম্পাদক শাহ মো: ইশতিয়াক আরিফ, দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার, যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগ. যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সভার সভাপতি শামীম হক বলেন, যারা দেশের উন্নয়ন চায়না, যারা দেশকে জঙ্গীবাদের দিকে ঠেলে দিতে চায় তারাই প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করছে। তারা দেশ ও জাতীর শক্রু। এইসব ব্যক্তিদের কঠোর আইনের আওতায় এনে বিচার করতে হবে। সভা থেকে আগামীতে ফরিদপুর জেলায় বিএনপির কোন কর্মকান্ড করতে দেয়া হবেনা বলে ঘোষনা দেওয়া হয়।