ফরিদপুরে ৯ মাসব্যাপী তারেক মাসুদ ফিল্ম সোসাইটির চলচ্চিত্র উৎসব এর সমাপনী
মাহবুব পিয়াল,ফরিদপুর:
ফরিদপুরে ৯ মাসব্যাপী 'স্বাধীনতার সুবর্ণ-জয়ন্তী চলচ্চিত্র উৎসবের' পর্দা নামলো । সমাপনী পর্বে প্রদর্শিত হয় তারেক মাসুদের 'মাটির ময়না' ।
বৃহস্পতিবার(২৭জুলাই) তারেক মাসুদ ফিল্ম সোসাইটি আয়োজিত সমাপনী পর্ব শুরু হয় সকাল ১০টায় শহরের কমলাপুরে ফিল্ম সোসাইটি কার্যালয়ে।
এতে প্রধান অতিথি ছিলেন গীতিকবি শিপ্রা গোস্বামী, প্রধান বক্তা ছিলেন মৃণাল সেণ চলচ্চিত্র চর্চা কেন্দ্রের সাধারন সম্পাদক মৃর্ধা রেজাউল করীম, আর সভাপতিত্ব করেন উৎসব কমিটির আহ্বায়ক এইচ. এম. মেহেদী হাসান।
এর আগে ৯ মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলার ৩টি ভেন্যুতে প্রদর্শিত হয় দেশের ৫০টি শিল্পমান-নির্ভর চলচ্চিত্র, আয়োজন করা হয় চলচ্চিত্র নির্মাণ কর্মশালা, মিট দ্য সেলিব্রেটিস এবং মিট দ্য ডিরেক্টরস পর্ব। বিভিন্ন পর্বে ঢাকা থেকে অতিথি হয়ে আসেন চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, তৌকীর আহমেদ, গাজী রাকায়েত, মেজবাউর রহমান সুমন, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি প্রমুখ। উদ্বোধন পর্বে প্রদর্শিত হয় তারেক মাসুদের 'নরসুন্দর' ও 'রানওয়ে', আর সমাপন পর্বে প্রদর্শিত হয় তাঁর 'মাটির ময়না'।
অনুষ্টানের প্রধান অতিথি শিপ্রা গোস্বামী বলেন, ' নয় মাসব্যাপী একটি আয়োজন সফলভাবে চালিয়ে যাওয়ার জন্য আয়োজকদের সাধুবাদ জানাই। চলচ্চিত্র নিয়ে এমন অনিন্দ্য আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এমন প্রত্যাশা করি।
প্রধান বক্তা রেজাউল করিম বলেন, ' স্বাধীনতার সুবর্ণ-জয়ন্তী উদযাপনে ফিল্ম সোসাইটির এ আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। নয় মাসের নানা কর্মসূচি ফরিদপুরের মানুষদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে।' তারেক মাসুদ ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক ও উৎসব আহ্বায়ক এইচ এম মেহেদী হাসান বলেন, '২৬৬ দিনে আমাদের স্বাধীনতা এসেছে। সেটিকে থিম ধরে আমরা এ চলচ্চিত্র উৎসব আয়োজন করেছি। আমরা আনন্দিত যে, সব শ্রেণি-পেশার মানুষ স্বতস্ফূর্তভাবে এতে অংশ নিয়েছেন।
বাছাইকৃত ৫০টি চলচ্চিত্রের প্রদর্শনের মাধ্যমে আমরা দেশপ্রেমের বারতাও পৌঁছে দেয়ার চেষ্টা করেছি।' অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি লিয়াকত হিমু, উৎসব সদস্য-সচিব শরীফ খান প্রমুখ।
গেল ৪ নভেম্বর ২০২২ ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হয় ২৬৬ দিনব্যাপী এ চলচ্চিত্র উৎসব।