মোঃরাশেদুল আলম রুপক, নাটোর প্রতিনিধিঃ
নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল নিজ ঈদ গাহ মাঠে-এ পবিত্র ঈদ উল- আযাহার নামাজ আদায় করছেন।
বৃহস্পতিবার সকালে তার নিজ এলকায় উত্তর মুরাদপুর, পাঁচুড়িয়া,সান্যালপাড়া,উত্তর টুনিপাড়া কেন্দীয় ঈদ গাহ মাঠে-এ ঈদের সলাত পরিচালনা করেন মাওলানা মুফতি আবু হানিফ। এসময় ঈদের জামায়াতে উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল,ঈদগাহ কমিটির সভাপতি ছানাউল হক সহ এলাকার গণ্যমান্য
ব্যক্তিবর্গ। নামাজ আদায়ের পর তিনি সকলের সাথে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। পরে পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত করে নিজ বাসভবনে আগত জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় শুরু করেন এবং তাদের সাথে ঈদ আনন্দ উদযাপন করেন।