মদারীপুর প্রতিনিধি:মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনার কারণ জানতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্বব কুমার হাজরার নেতৃত্বে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে সদসরা হলেন, মনিরুজ্জামান ফকির, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, মাদারীপুর, শাহনেওয়াজ ই- রাব্বি, সহকারী অধ্যাপক, এআরআই, বুয়েট, ও মাদারীপুর বিআরটিএর সহকারী পরিচালক নরুর হোসেন।রবিবার (১৯ মার্চ) দুপুরে এসব তথ্য জানান শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ‘দুর্ঘটনার কারণ তদন্তে একটি কমিটি করা হয়েছে। কমিটিকে দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।