Breaking News
ধুনটে মারপিট করে গাছ ছিনিয়ে নেয়ায়,থানায় অভিযোগ

ধুনটে মারপিট করে গাছ ছিনিয়ে নেয়ায়,থানায় অভিযোগ

মাসুম বিল্লাহ, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনটে মারপিট করে বেলাল হোসেন নামের এক কৃষকের ৩৫ হাজার টাকা মুল্যের কাটাগাছ ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।     গত বৃহস্পতিবার (১৩ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দিঘলকান্দি গ্রামের মৃত রমজান আলীর ছেলে বেলাল হোসেনের সাথে প্রতিবেশী নইমুদ্দিন শেখ এর ছেলে কছের শেখ ও তাহার ভাই নশের আলীর সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। বিরোধের জের ধরে নিরীহ কৃষক বেলাল হোসেন কাটাগাছ জোড় করে নিয়ে যায় প্রতিবেশী মৃত নইমুদ্দিন শেখ এর ছেলে ও তার লোকজন। এ ঘটনায় গাছের মালিক বেলাল হোসেন বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে ধুনট থানায় ১০ জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করে।

বাদী বেলাল হোসেন জানান, গত ১৩ জুলাই বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কছের শেখ, নশের শেখ, সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার চর ভানুডাঙ্গা গ্রামের মৃত ঝইড়া ছেলে তোজাম (৫০), আব্দুল মজিদ এর ছেলে মুকুল হোসেন (৩৮), নয়া চানদিয়ার গ্রামের কছের শেখ এর ছেলে খোরশেদ শেখ (৩৮), ও খোকা মিয়া (৪১), দিঘলকান্দি গ্রামের মৃত নশের আলীর ছেলে মান্নান (৩৭), ময়েন এর ছেলে তাহের (৩২), নজরুলের স্ত্রী স্বপ্না খাতুন (৩২), ও নশের আলীর স্ত্রী সুফিয়া খাতুন (৬৬), সবাই দলবদ্ধ হয়ে আমার জায়গায় রাখা বড় আকারের কয়েকটি কাটাগাছ নিয়ে যায়। তখন বেলাল হোসেন তাদেরকে নিষেধ করলে তখন তারা মারপিট করে এবং মাটিতে ফেলে দিয়ে তাহার প্যান্টের পকেটে রাখা ২৬ হাজার টাকা অসৎ উদ্দেশ্যে বের করে নেয়।     পরে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।                                           অভিযোগের প্রেক্ষিতে ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোস্তাফিজ আলম ঘটনাস্থল পরিদর্শন করে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম জানান, বেলাল হোসেনের কাটাগাছ নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না হবে।