Breaking News
ঢাবিতে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাবিতে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাবি প্রতিনিধি:                        
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী আন্তঃবিভাগ (ছাত্র-ছাত্রী) সাঁতার প্রতিযোগিতা আজ ১১ অক্টোবর ২০২৩ বুধবার অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতা উদ্বোধন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাঁতার ও ওয়াটারপোলো কমিটির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ শাইখ ইমতিয়াজ-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য এস. এম. বাহালুল মজনুন, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার, কেন্দ্রের পরিচালক মো. শাহজাহান আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এই প্রতিযোগিতা আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, সহশিক্ষা কার্যক্রম বিশেষ করে ক্রীড়া ক্ষেত্রে সাঁতার অন্যতম। নিয়মিত সাঁতার কাটলে শরীর ও মস্তিস্কের কর্মক্ষমতা বেড়ে যায় এবং মানসিক প্রশান্তি জাগে। জাতীয় পর্যায়ে খ্যাতি অর্জনকারী ক্রীড়াবিদদের খেলোয়াড় কোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, ক্রীড়া কার্যক্রমের উন্নয়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও মর্যাদা বৃদ্ধিতে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

উল্লেখ্য, এই প্রতিযোগিতায় পৃথক ৪টি ইভেন্টে বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।