Breaking News
ঢাবি’র ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের নতুন পরিচালক অধ্যাপক ড. সামসাদ মর্তূজা

ঢাবি’র ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের নতুন পরিচালক অধ্যাপক ড. সামসাদ মর্তূজা

ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সামসাদ মর্তূজাকে বিশ্ববিদ্যালয়ের অফিস অব দি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স-এর নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ ১৩ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার তাকে এই নিয়োগ প্রদান করেন।

এই নিয়োগের মাধ্যমে অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ এর স্থলাভিষিক্ত হলেন ইংরেজি সাহিত্যের স্বনামধন্য গবেষক ও লেখক অধ্যাপক ড. সামসাদ মর্তূজা।

অধ্যাপক ড. সামসাদ মর্তূজা বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ-এর উপ-উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন। জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার অসংখ্য প্রবন্ধ প্রকাশিত হয়েছে। অনেক গ্রন্থের প্রণেতা অধ্যাপক ড. সামসাদ মর্তূজা জাতীয় বিভিন্ন ইংরেজি দৈনিক পত্রিকায় একজন নিয়মিত কলামিস্ট।