Breaking News
ডাসারে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

ডাসারে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

কে এম, রাশেদ কামাল, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের ডাসারে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জুন ) সকাল ১০ টায় উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন ইয়াছমীনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- ডাসার থানা অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান, উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল করিম, উপজেলা সমাজসেবা অফিসার মশিউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা খাতুন, শেখ হাসিনা উইমেন্স বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানা, ডাসার উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন,বীর মুক্তিযোদ্ধা কাসেম হাওলাদার,ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম, সাংবাদিক আতিকুর রহমান আজাদ প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন চেয়ারম্যানগণ,প্রধান শিক্ষকগণ ও উপজেলা কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভায় উপজেলায় মাদক,চুরি, ডাকাতি, ইভটিজিং, বাল্য বিবাহ রোধে পদক্ষেপ গ্রহণ করার কথা জানানো হয়।কোরবানি গরুর হাটে জাল টাকার কারবারিদের সম্পর্কে সতর্ক থাকার কথা বলা হয়।কোরবানির পশু জবাই ও কিভাবে এলাকা পরিস্কার পরিছন্ন রাখা যায় সে বিষয়টি তুলে ধরা হয়েছে। বিশেষ করে, কোরবানির ঈদকে সামনে রেখে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা জানান।