ফরিদপুর প্রতিনিধি:
ফুটবল খেলাকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন ফরিদপুর মেরিন একাডেমির ওয়েল্ডিং কোর এর ছাত্র ও আলফা লাইফ ইস্যুরেনস কোম্পানীর মাঠ কর্মী আবরিয়াল হাসান (১৮)। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (২৫ অক্টোবর) সকাল ৭ টার দিকে ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের আসির উদ্দিন মন্ডলের ডাংগী বালুধুম মাদ্রাসার সামনে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত আবরিয়াল হাসান জানান, বুধবার সকালে গোপাল মোল্লার ডাঙ্গী নিজ বাড়ি থেকে নানা বাড়ি ডাবল ব্রিজের উদ্দেশ্যে বের হই।বালুধুম মাদ্রাসার সামনে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকি, এসময় হঠাৎ অতর্কিত হামলা চালানো হয় আমার উপর।
আবরিয়াল আরো জানান , ঐ এলাকার আইয়ুব (৪৮) রাশেদ (৩৩) ওয়ালিদ (৪৫)বাবলু মন্ডল (৪৫)সহ আরো কয়েকজন রড, বাঁশ ও লাঠিশোটা নিয়ে আমার ওপর হামলা চালায় এবং আমার সঙ্গে থাকা ১ লাখ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয় ও স্মার্ট ফোনটি ভেঙে ফেলে। আমি গুরুতর জখম হয়ে রাস্তার পাশে পড়ে থাকি, এ সময় এলাকাবাসী আমাকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আবরিয়াল জানান,গত একমাস আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে তাদের সাথে কথাকাটাকাটি হয়।তখন তারা দেখে নেবার ওপ্রান নাশের হুমকি দেয়। তাই ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যার উদ্দেশ্য সন্ত্রাসী হামলা চালানো হয়।
এ ব্যাপারে আহতের পিতা আব্দুল হালিম শেখ বাদি হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।