Breaking News
বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণ সামগ্রী   নিয়ে মোংলা বন্দরে বিদেশি জাহাজ

বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণ সামগ্রী নিয়ে মোংলা বন্দরে বিদেশি জাহাজ

 বাগেরহাট প্রতিবেদকঃ

বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণ সামগ্রী মালামালনিয়ে মোংলা বন্দরে বিদেশি জাহাজ' এম,ভি উহুইউন এইচপোই'। সোমবার (১৪ আগষ্ট) বেলা ১১টায় বন্দরের ৫ নম্বর জেটিতে ভিড়েছে যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণ সামগ্রী নিয়ে পতাকাবাহী এই জাহাজ । 

দুপুরে জাহাজটি থেকে পণ্য খালাসের কাজ শুরু হয়। খালাসের সাথে সাথেই এ সকল নির্মাণ সামগ্রী (বিভিন্ন ধরণের মালামাল) নৌযানে (বার্জ) করে নদীপথে নেয়া হবে সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ের বঙ্গবন্ধু রেলসেতুর ডিপোতে।

জাহাজটির স্থানীয় শিপিংএ এজেন্ট 'হক এন্ড সন্স লিমিটেড'র খুলনার অপারেশন ম্যানেজার মোঃ শওকত আলী জানান, বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে গত ২ আগস্ট ভিয়েতনামের হাইফং বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে কোরিয়ান পতাকাবাহী জাহাজ এম,ভি এম,ভি উহুইউন এইচপোই। সোমবার বেলা ১১টায় মোংলা বন্দরের ৫নম্বর জেটিতে ভিড়েছে। 

জাহাজটিতে বঙ্গবন্ধু রেলসেতুর এক হাজার ৭'শ ১৭ দশমিক ৫৫ মেট্টিক টন ওজনের ১৯৪ প্যাকেজ মালামাল (বিভিন্ন ধরণের নির্মাণ সামগ্রী) এসেছে। দুপুর ১টা থেকে এ জাহাজটি থেকে এ পণ্য খালাসের কাজ শুরু হয়েছে। খালাসের পর এসকল মালামাল নৌযানে করে নদীপথে নেয়া হকে বঙ্গবন্ধু রেলসেতুর ডিপোতে। জাহাজটি থেকে মালামাল খালাসে সময় লাগবে তিন থেকে চার দিন বলে জানান শিপিং এজেন্টের এ কর্মকর্তা।

উল্লেখ্য, গত ১৭ মে এম,ভি সান ইউনিটি, ৫মার্চ এম,ভি হাইডং-০৯ ও ২১ফেব্রুয়ারী এম,ভি জুপিটার ও ৪জুলাই এভার ভেনটেজ জাহাজ ভিয়েতনাম থেকে বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে মোংলা বন্দরে পৌছায়।