Breaking News
বাল্যবিবাহ প্রতিরোধে কর্মশালা

বাল্যবিবাহ প্রতিরোধে কর্মশালা

বাগেরহাট প্রতিবেদকঃ

 বাগেরহাটের রামপালে বাল্যবিবাহ বন্ধে কাজী ও ধর্মীয় নেতৃবৃন্দের করণীয় বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগষ্ট) বেলা ১১ টায় রামপাল থানার সভা কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বক্তব্য দেন, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস, এম আশরাফুল আলম, এসআই ইসমাইল হোসেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপালের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আকবর আলী, প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা প্রমুখ।

কর্মশালায় বাল্যবিবাহ বন্ধে পুলিশের ভূমিকা, ইমামগণের ভূমিকা ও বিবাহ রেজিস্টারগণের ভূমিকা বিষয়ে বিস্তরিত তুলে ধরা হয়। এসডিজি বাস্তবায়নে সকলে মিলে বাল্যবিবাহ বন্ধে একযোগে কাজ করার সিদ্ধান্ত গ্রহন করেন।