বাগেরহাট প্রতিবেদকঃ
বাগেরহাটে সেনাবাহিনীর পক্ষ থেকে দুস্থ ও অসহায় ৫০০ জনের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ৬৬ই বেঙ্গলের ৭ পদাতিক ডিভিশন।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে জেলার কচুয়া উপজেলার ডিগ্রী কলেজ মাঠে অসহায়দের হাতে ঈদ উপহার তুলে দেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল শাকিব সালেক পিএসসি।
এ সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: তাছমিনা খাতুন, মেজর সিয়াম হাসান, ক্যাপ্টেন এএসএম মুরাদুজ্জামান, ক্যাপ্টেন আসিকুর রহমান ও ৭ পদাতিক ডিভিশনের সেনাবাহিনীর কর্মকর্তারা। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, তেল, সেমাই, ও চিনি।সেনাবাহিনীর কাছ থেকে ঈদের আগে খাদ্য সামগ্রী পেয়ে এলাকার সাধারণ মানুষেরা আনন্দ প্রকাশ করেন।
কচুয়ার খলিশাখালি এলাকায় সু্বিধাভোগী বৃদ্ধা শাহীদা ভানু বলেন, সেনাবাহিনী থেকে খাদ্যসামগ্রী পেয়ে অনেক খুশি হয়েছি। তাদের জন্য আমার মন প্রাণ থেকে দোয়া করি।
কচুয়ার টেংরাখালী গ্রামের সজল ফকির বলেন, ঈদের আগের দিন ঈদ সামগ্রী দিয়েছে সেনাবাহিনী। আমরা গরিব, এত টাকা নাই যে ঈদের দিন ভালা খাবার কিনে খাব। আজ আমার খুব আনন্দ লাগছে।