বাগেরহাটে বাস চাপায় সাইকেল আরোহী নিহত
বাগেরহাট প্রতিবেদকঃ
বাগেরহাটের ফকিরহাটে বাস চাপায় অজ্ঞাত বাইসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার
(২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাটের কাঠালতলা
এলাকায় দ্রুতগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাস চাপায় সে মারা যান।
পুলিশ
ও প্রত্যক্ষদর্শীরা জানান, এক বৃদ্ধ বাইসাইকেলে চড়ে রাস্থা পারাপারের সময়
বাস তাকে চাপা দেয়।এতে সে ঘটনাস্থলে নিহত হন। ঘাতক পরিহনটি পালিয়ে গেছে।
ঘটনার পর মহাসড়কে আঁধাঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে ফকিরহাট মডেল
থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেলে
চলাচল স্বাভাবিক হয়।
মোল্লাহাট
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, কে
মরদেহের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় পাওয়া গেলে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের
কাছে মরদেহ হস্তান্তর করা হবে।