বাগাতিপাড়ায় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপির গণসংযোগ ও লিফলেট বিতরণ
মোঃ রাশেদুল আলম রুপক, নাটোর প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাটোরের বাগাতিপাড়ায় ৫৮ নাটোর- ১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি তাঁর নিজ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ নেতাকর্মীদের নিয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নচিত্র জনসম্মুখে প্রচারের লক্ষ্যে গণসংযোগ ও উন্নয়নচিত্রের লিফলেট বিতরণ করেন করছেন।
রবিবার( ২৩ জলাই) বিকেলে উপজেলার দয়ারামপুর এলাকায় গণসংযোগ চলাকালে তিনি তাঁর নিজ সংসদীয় আসনে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন ও আগ্রযাত্রা কথা তুলে ধরে লিফলেট বিতরণ করেন। তিনি বলেন, তিনি সংসদ সদস্য হওয়ার পরের দিন থেকে এলাকায় চাঁদাবাজি বন্ধ করেছে। সুদের ব্যবসা, ঘুস, মাহজনী ব্যবসা, রেজিস্ট্রি অফিস হতে অতিরিক্ত টাকা আদায় বন্ধ করেছেন। তার সময়ে এলাকায় ব্যাপক ভাবে রাস্তা ঘাটের উন্নয়ন হয়েছেন। যা আগে কখনও হয়নি। স্কুল, কলেজ এর অবকাঠোগত উন্নয়ন হয়েছে। তিনি আরও বলেন, সততা ও নিষ্ঠার সহিত মাননীয় প্রধানমন্ত্রী তাকে যে দায়িত্ব দিয়েছেন তা তিনি শতভাগ আস্থার সঙ্গে পালন করেছেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী তাকে পুনরায় নৌকা প্রতীক দিয়ে এই এলাকার জনগণের কাজ করার সুযোগ করে দিবেন বলে তিনি আশাবাদী। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইউনুচ আলী, জেলা কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল ওয়াহাব, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পদক খালেকুজ্জামান শেখ, উপজেলা তাঁতীলীগের সভাপতি সামসুজ্জোহন মোহন প্রমুখ।