বাগাতিপাড়ায় সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু
মোঃ রাশেদুল আলম রুপক, নাটোর প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় সাপের কামুড়ে আজিমন খাতুন (৪০) এক গৃহবধুর মত্যু হয়েছে।
শনিবার বিকেল উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের পুরাতন কলাবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। আমিজন খাতুন এলাকার মৃত শহিদ এর স্ত্রী।
স্থানীয়রা জানান, ঘটনার দিন দুপুরে তিনি ( নিহত আজিমন) শোবার ঘরে রাখা বাক্স এর পাশে দাঁড়ালে বাক্সের পাশ থেকে বিষধর সাপ তার
ডান পায়ের গুড়ালিতে দংশন করে। পরে স্থানীয় ভাবে কবিরাজ দিয়ে প্রাথমিক
চিকিৎসা দেওয়া হয়। কিছুক্ষণ পরে তার বমি শুরু হলে বিকেল ৩ টার দিকে তাকে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসা হয়।
এ বিষয়ে হাসপাতালে চিকিৎসারত ডাক্তার নিশাত বলেন, তারা হাসপাতালে নিয়ে আসতে অনেক দেরি করে ফেলে। রোগী নিয়ে আসার আগেই মৃত্যু হয়।